সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৩৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে ৩৩ বস্তা ভিজিডি’র চাল পাচারকালে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ভিজিডি’র চাল পাচারকালে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।বুধবার সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ের মাছুলিয়া পূর্বপাড় থেকে পাচারকারীকে আটক ও চালগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি কামরুজ্জামানা জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত তেঘরিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বার ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ভিজিডি’র চাল বিতরণ করা হয়। এ সময় কিছু চাল পাচার করে দেওয়া হচ্ছিল।গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে এক পাচারকারীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৩ বস্তা সরকারি চাল। আটককৃত আব্দুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের ইউসুছ মিয়ার ছেলে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs