সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ভিজিডি’র চাল পাচারকালে এক পাচারকারীকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।বুধবার সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ের মাছুলিয়া পূর্বপাড় থেকে পাচারকারীকে আটক ও চালগুলো উদ্ধার করা হয়। র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি কামরুজ্জামানা জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত তেঘরিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বার ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ভিজিডি’র চাল বিতরণ করা হয়। এ সময় কিছু চাল পাচার করে দেওয়া হচ্ছিল।গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে এক পাচারকারীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৩ বস্তা সরকারি চাল। আটককৃত আব্দুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের ইউসুছ মিয়ার ছেলে।