মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে সভাপতি পদে জেলা আওয়ামী লীগ নেতা ও অতিরিক্ত পিপি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ-৩ ২৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আব্দুল হান্নান চৌধুরী পেয়েছেন ১৫৭ ভোট ও বিএনপি নেতা জমসেদ মিয়া পেয়েছেন ১৪২ ভোট। সহ-সভাপতি পদে আবু তাহের মিয়া ২৩৪ ভোট পেয়ে বিজয়ী
হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মো. নুরুল হক পেয়েছেন ১০৫, শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল ৯৯ ও মো. আবুল আজাদ পেয়েছেন ৯৩ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ নেতা আব্দুল মোছাব্বির বকুল-১ ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপি নেতা আব্দুল হাই-১ পেয়েছেন ১৪২ ভোট ও জসিম উদ্দিন-৩ পেয়েছেন ১২৭ ভোট। যুগ্ম সম্পাদক ১ম শাখা পদে জন্টু চন্দ্র দেব ২১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব ছরওয়ার রহমান চৌধুরী পেয়েছেন ২০০ ভোট, মো. মুসা মিয়া পেয়েছেন ১২৭ ভোট, যুগ্ম সম্পাদক ২য় শাখা পদে আওয়ামী লীগ নেত্রী জেবুন্নেছা চৌধুরী মুক্তা ৩১৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপি নেতা মুহিবুর রহমান বাহার পান ২২৩ ভোট। লাইব্রেরী সম্পাদক সাংবাদিক আব্দুল মজিদ ২৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মো. আসাদুজ্জামান পেয়েছেন ২৫৭ ভোট, ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক পদে সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ ২২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মো. লেলিনুজ্জামান পান ১১৮ ভোট, মুজিবুর রহমান চৌধুরী ১১৬ ও মাসুক মিয়া ৭৪ ভোট পেয়েছেন। গতকাল ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।