বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১০:৩২ অপরাহ্ন

হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার লাখাইয়ে ত্রাণ বিতরণ

ইশতিয়াক শোভনঃ জেলা ক্রীড়া সংস্থা হবিগঞ্জের আয়োজনে লাখাই উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় আক্রান্তদের মাঝে ১০ কেজি করে চাল, শুকনো খাবার, তেল, ও অন্যান্য শুকনো খাবার বিতরণ করা হয়।

বুধবার (৬ জুলাই) জেলা ক্রীড়া সংস্থা, হবিগঞ্জের সভাপতি ও জেলা প্রশাসক ইশরাত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ ও মানবিক সহায়তা বন্যা আক্রান্তদের মধ্যে পৌঁছে দেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ করা হয়। বন্যা আশ্রয়কেন্দ্র ও উপজেলা পরিষদের হলরুমে এ সময় ৫শতাধিক লোকের মধ্যে ত্রাণ ও মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি মো. শফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নূর, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত জাহান সবাইকে আশ্বস্ত করে বলেন, সরকার বন্যা আক্রান্তদের পাশে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত ত্রাণ ও মানবিক সহায়তা সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। বন্যায় মোকাবেলায় প্রশাসন ও জনপ্রতিনিধি একসাথে কাজ করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় তাদেরকে প্রধান অতিথি ধন্যবাদ জানান।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.