সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:৫৭ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলা মহিলাদলের নতুন কমিটি ঘোষণা ফাতেমা সভাপতি, লাভলী সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদকঃ এডভোকেট ফাতেমা ইয়াসমিনকে সভাপতি, সৈয়দা লাভলী সুলতানাকে সাধারণ সম্পাদক ও সুরাইয়া খানম রাখিকে সাংগঠনিক সম্পাদক করে হবিগঞ্জ জেলা মহিলাদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা মহিলাদলের এক কর্মীসভায় এই কমিটি ঘোষণা দেন মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। সভায় তিনি ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা দেন। অতিশীঘ্রই ১০১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হবে বলে তিনি জানান।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি নুরজাহান বেগম, নাদিরা খানম, তানিমা খানম, রিজভী আক্তার পান্না ও আইরিন বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক শিমু আক্তার, হাফসা জাহান হাসি ও শাবনাজ আক্তার শিমু ও সহ সাংগঠনিক সম্পাদক আমিনা বেগম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
মহিলাদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় টিম লিডার সাবেক এমপি শাম্মী আক্তারের সভাপতিত্বে এবং হবিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহŸায়ক আবুল হাশিম, যুগ্ম আহŸায়ক হাজী এনামুল হক ও এডভোকেট এনামুল হক সেলিম, সদর উপজেলা বিএনপির আহŸায়ক প্রফেসর এনামুল হক, সিনিয়র যুগ্ম আহŸায়ক আজিজুর রহমান কাজল, জেলা বিএনপির সদস্য তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ প্রমুখ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs