রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির (পবিস) পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। গত ২ মার্চ পবিস’র ৩৮তম বার্ষিক সাধারণ সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এলাকা পরিচালকদের ভোটে বোর্ড গঠন করা হয়। এতে এলাকা পরিচালক দৈনিক লোকালয় বার্তার নির্বাহী সম্পাদক মোঃ মিজানুর রহমান চকদার ৩য় বারের মতো সভাপতি, এলাকা পরিচালক-৫ বানিয়াচং মোঃ সেলিম মিয়া সহ-সভাপতি, এলাকা পরিচালক ১ হবিগঞ্জ-লাখাই ও দৈনিক লোকালয় বার্তার সম্পাদক মোহাম্মদ এমদাদুল ইসলাম সোহেল ২য় বারের মতো সচিব, এলাকা পরিচালক-৩ চুনারুঘাট মোহাম্মদ রেজাউল কবির লস্কর ২য় বার কোষাধ্য পদে নির্বাচিত হন।
এ সময় উপ¯ি’ত ছিলেন, এলাকা পরিচালক বাহুবল-২ তাজুল ইসলাম, এলাকা পরিচালক আজমিরীগঞ্জ-৬ মোঃ জহিরুল ইসলাম, চা বাগান প্রতিনিধি (ডাইরেক্টর এটলার্জ) মোঃ এমদাদুল হক, এলাকা পরিচালক শামীমা আক্তার, এলাকা পরিচালক রুজি আক্তার, এলাকা পরিচালক শরীফুন্নেছা রুজি। প্রসঙ্গত, বোর্ড সভায় এলাকা পরিচালকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে এলাকা পরিচালকদের ভোটে ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে মিজানুর রহমান চকদার সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করে উপ¯ি’ত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।