বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:০০ অপরাহ্ন

হবিগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়ক এলাকা থেকে স্বপন বৈষ্ণব নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্বপন বৈষ্ণব কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার বাটুরা এলাকার গোপেন্দ্র বৈষ্ণবের ছেলে। তিনি হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়ক এলাকার একটি ফার্মেসির কর্মচারী।

হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ বলেন, স্বপন বৈষ্ণব নামে ঐ কর্মচারী প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ফার্মেসিতে ঘুমিয়ে পড়েন। সকালে স্বপনের সহকর্মীরা তাকে ডাকতে গিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।

তিনি আরো বলেন, স্বপন বৈষ্ণবের আত্মহত্যার বিষয়ে কোনো কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.