মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৪:০৮ অপরাহ্ন

হবিগঞ্জ যুবদল নেতা সিতুসহ ৪৭ জনকে আসামী করে পুলিশের মামলা

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় ও শায়েস্তানগরে ককটেল বিস্ফোরনের ঘটনায় জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতুসহ ৪৭ জনের নাম উল্লেখ করে মামলা দিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার হবিগঞ্জ সদর মডেল থানার এসআই হিমায়েত হোসেন খান বাদি হয়ে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।

মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করে আরো কয়েক জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলাটি বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান। তিনি বলেন, ‘বিস্ফোরক আইনে ৪৭ জন বিএনপির নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা দেয়া হয়েছে। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পরপরই বিএনপি সমর্থিত একদল নেতা-কর্মী শহরের তিনকোনা পুকুরপাড় ও সবুজ বাগ এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন ।

এ সময় তারা ২টি প্রাইভেটকার, ১টি ট্রাক ও ২টি টমটম ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ এবং আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌছলে বিএনপি নেতা-কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএনপি নেতা-কর্মীরা পালিয়ে যায়।

এতই দিন রাত সাড়ে ৯ টায় শহরের শায়েস্তানগরে ককটেল বিস্ফোরণ করে বিএনপি নেতা-কর্মীরা। এ সময় তারা ভাংচুরের চেষ্টা করলে পুলিশ টিয়ালসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পৃথক ঘটনায় ১১ পুলিশ সদস্য ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হন। এ নিয়ে শহরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.