শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৭:১৪ অপরাহ্ন

খবরের শিরোনাম:

হাসপাতালে কাজী হায়াৎ

নিজস্ব প্রতিবেদকঃ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দেশ বরেণ্য পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াতকে হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তার ছেলে অভিনেতা কাজী মারুফ।

তিনি বলেন, আমার বাবা কাজী হায়াতকে তার এনজিওগ্রাম পরীক্ষার জন্য ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি একটু অসুস্থও বোধ করছিলেন। তার শরীরে এখন পর্যন্ত ৮টি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারো ব্লক হয়েছে আব্বুর।

দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চেয়ে কাজী মারুফ আরও বলেন, দেশবাসীর কাছে অনুরোধ প্রতিবারের মতো আপনারা আমার আব্বুর পাশে থাকবেন। সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে যাতে আবার আপনাদের কাছে ফিরে আসতে পারে।

চলতি বছর মার্চে করোনা ভাইরাসে আক্রান্ত হন বর্ষীয়ান নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। তখন ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার করার পর করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন তিনি। বছরখানেক আগে যুক্তরাষ্ট্রে তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs