মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৫:০০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক ,অভিনেত্রী হুমায়রা হিমুর ‘কথিত প্রেমিক’ মোহাম্মদ জিয়াউদ্দিন রাফিকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার (০২ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বিকেলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে হুমায়রা হিমুর মৃত্যুর খবর পাওয়া যায়। বিকেল ৪ টা ৪৬ মিনিটে হিমুর একজন বন্ধু ও মিহির হাসপাতালে তাকে নিয়ে যান। পৌঁছানোর পর উপস্থিত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হিমুর মরদেহ রেখেই পালিয়ে যায় অভিনেত্রীর সেই বন্ধু।
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম গতকাল বলেন, ‘শুনেছি, একজন যুবক হিমুকে হাসপাতালে নিয়ে যায়। এরপর সেই যুবক তার মোবাইলসহ পালিয়ে গেছেন।