শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০১ অপরাহ্ন

হ্যারি পটার সিরিজের লেখিকা জেকে রাউলিংকে হত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট বিতর্কিত ‘দ্য স্যাটানিক ভার্সাস’ উপন্যাসের লেখক সালমান রুশদির ওপর হামলার নিন্দা জানানো হ্যারি পটার সিরিজের জনপ্রিয় লেখিকা জেকে রাউলিংকে এবার হত্যার হুমকি দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ইকোনমিক টাইমস।

এতে বলা হয়, শুক্রবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে যোগ দেয়া সালমান রুশদির ওপর হামলা হয়। শনিবার এর নিন্দা জানান বিশ্বের অন্য লেখক, লেখিকাদের মতো জেকে রাউলিংও। ৫৭ বছর বয়সী এই লেখিকা টুইটারে হামলার নিন্দা জানান। রুশদির ওপর হামলাকে তিনি ‘হরিফাইং নিউজ’ বা ভয়াবহ হামলা বলে বর্ণনা করেন।

আরও লিখেছেন, এই মুহূর্তে খুব খারাপ লাগছে। তিনি যেন সুস্থ হয়ে ওঠেন।

তার এই টুইটের জবাবে একজন টুইটার ব্যবহারকারী তার পোস্টে লিখেছেন, ‘ডোন্ট ওরি ইউ আর নেক্সট’। অর্থাৎ উদ্বিগ্ন হবেন না। এরপর আপনার পালা। এই টুইটার ব্যবহারকারীর নাম মীর আসিফ আজিজ।

পরে তার পোস্টের স্ক্রিনশট পোস্ট করেছেন রাউলিং। সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতার’কে ‘বিপ্লবী শিয়া যোদ্ধা’ বলে উল্লেখ করেছেন মীর আসিফ। ইরানের প্রয়াত নেতা আয়াতোল্লাহ রুহুল্লাহ খোমেনির ফতোয়া হাদি মাতার অনুসরণ করেছেন।

ওই টুইটার ব্যবহারকারী মীর আসিফ নিজেকে একজন ছাত্র, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী এবং গবেষক বলে উল্লেখ করেছেন। তিনি হাদি মাতারের বেশ প্রশংসা করেছেন। মীর আসিফের ওই পোস্টের বিষয়ে টুইটার টিমের সহযোগিতা চেয়েছেন রাউলিং

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs