রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০০ অপরাহ্ন

২১ আগস্ট শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃ একুশে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২১ শে আগস্ট) সকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে নির্মিত বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও নিরবতা পালন করেন।

এরপর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সেই দিনের ভয়াল ঘটনার স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ শান্তি সমাবেশে গ্রেনেড হামলা হয়।

ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।

হামলায় আহত হন আওয়ামী লীগের ৫ শতাধিক নেতা-কর্মী। ঘটনাস্থলে উপস্থিত অনেক সংবাদকর্মীও গ্রেনেডের আঘাতে আহত হন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs