সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় আরো ১৭৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে আরো ১৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর অধিকাংশই রাজধানীর বাসিন্দা। তবে এসময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।বৃহস্পতিবার বিকেলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ১৩৯ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৩৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়ায় ৮৫১ জনে।

ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৮৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৩ জন।প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৩ হাজার ২২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ হাজার ২৮৭ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৮৯ জনের মৃত্যু হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs