মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১০:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ আরও ২ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
আজ সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে এ প্রকল্প প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সরকারের অনুমোদনের জন্য এ প্রকল্প এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার মো. কমিশনার আলমগীর এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে নতুন প্রকল্প অনুমোদন করেছে নির্বাচন কমিশন। এখন এটি পাঠানো হবে পরিকল্পনা কমিশনে। তারা যাচাই-বাছাই করে একনেক সভায় উপস্থাপন করবেন।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, সর্বোচ্চ দেড়শ আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বর্তমানে আমাদের যে ইভিএম আছে তাতে ৭০টি আসনে নির্বাচন করা সম্ভব। যদি দেড়শ আসনে নির্বাচন করতে হয় তাহলে আমাদের আরও ইভিএম প্রয়োজন হবে।
তিনি জানান, বৈঠকে নতুন ২ লাখ ইভিএম কেনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের সম্ভব্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৭১১ কোটি টাকা।