মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০২:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪ দিন ধরে মাহিয়া জান্নাত সিমা (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ রয়েছে। সোমবার নিখোঁজের বিষয়টি উল্লেখ করে ওই ছাত্রীর পিতা উপজেলার পাটলী ইউনিয়নের শাসন (আলীপুর) গ্রামের বাসিন্দা মো: আব্দুল্লাহ জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ সিমা হযরত আবু বকর সিদ্দিক (রা.) সুন্নিয়া দাখিল মাদরাসা ৫ম শ্রেণির ছাত্রী। নিখোঁজের বড় বোন আকলিমা বেগম বলেন, গত শনিবার সকাল ১১টার দিকে দর্জি কাছে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর কোথাও খুজে পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিখোঁজ মেয়েটি সন্ধানে আমরা কাজ করছি।