রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:১০ পূর্বাহ্ন

৬ বছর পর সেন্সর পেল আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি অনুদান পাওয়ার ৬ বছর পর মুক্তির আইনগত বাঁধা পেরিয়েছে স্বনামধন্য নির্মাতা নূরুল আলম আতিকের পরিচালিত নতুন চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’।

সংবাদ বিজ্ঞপ্তিতে পরিচালক জানান, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে গত ৭ নভেম্বর সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছে সিনেমাটি।

নুরুল আলম আতিক বলেন, আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ছবিটা আমরা অনেক বেশি মানুষকে দেখাতে চাই। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এটা আমাদের নিবেদন।

আগামী ১০ ডিসেম্বর ‘লাল মোরগের ঝুঁটি’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত সিনেমাটি ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পায়। ২০১৬ সালে এর শুটিং শুরু হয়েছিল। কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুরের বিভিন্ন এলাকায় সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়। এরপর দীর্ঘ পাঁচ বছর পর গত বছর শুটিং শেষ হয়।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরীসহ অনেকে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs