সংবাদ শিরোনাম
৭১০ কৃষক-কৃষাণীর মাঝে বীজ ও সার বিতরণ
শায়েস্তাগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় রবি-২৫ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজি (উফশী ও হাইব্রিড) গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও অড়হরের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ৭১০ জন কৃষক-কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস। বিশেষ অতিথি ছিলেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। সময়মত বীজ ও সার পেয়ে কৃষক-কৃষাণীরা সন্তোষ প্রকাশ করেন।
ট্যাগস :





















