শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৫ অপরাহ্ন

৭ কলেজের শিক্ষার্থীদের ‘প্রতিবাদ কর্মসূচীর ঘোষণায়’ বাড়তি সতর্কতা পুলিশের

নিজস্ব প্রতিবেদকঃ নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের ঘটনায় আজ বুধবার নীলক্ষেত মোড়ে বিক্ষোভ ও শান্তিপূর্ণ মানববন্ধন পালন করার ঘোষণা দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের  প্রতিবাদ কর্মসূচীকে কেন্দ্র করে ইতমধ্যে প্রয়োজনীয় সতর্কতা নিয়েছে পুলিশ।

ইতমধ্যে প্রতিবাদের জন্য নীলক্ষেতে জড়ো হওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃষ্টির কারণে তারা রাস্তায় নামতে পারছেন না, বৃষ্টির পরে তারা রাস্তায় নেমে আন্দোলন করবেন।

এদিকে, ঢাকা মহানগর পুলিশ সুত্র জানিয়েছে, সাত কলেজের শিক্ষার্থীরা যদি বিভিন্ন সড়কে বিক্ষোভে নামে তাহলে রাজধানীর অনেক সড়ক আটকে ভয়াবহ যানজট দেখা দেবে। এতে করে বাড়বে জনদুর্ভোগ। তাই এমন পরিস্থিতি সামলাতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকার পুলিশকে।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা, শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে নামতে পারে বলে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। তবে বিভিন্ন কলেজ থেকে যদি ছাত্ররা রাস্তায় নেমে যায়, তখন তো আর নিয়ন্ত্রণে থাকে না। একটা কর্নার থেকে সে রকম চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে নামানোর।’

এদিকে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘ পরিস্থিতি সামলাতে সবাই মিলে চেষ্টা করা হচ্ছে। শিক্ষকরা চেষ্টা করছেন, ছাত্রনেতারা চেষ্টা করছেন, ব্যবসায়ী নেতারা চেষ্টা করছেন।’

এর আগে সোমবার রাতে ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী নিউ মার্কেট এলাকায় দোকানকর্মীদের হাতে মারধরের শিকার হলে তার জেরে রাতের পর মঙ্গলবার দিনভর সংঘর্ষ চলে।

এতে আহত হয়ে মঙ্গলবার রাতেই একজন কুরিয়ারকর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় দু-পক্ষেরই আহত হয়েছেন প্রায় অর্ধশত ।

কলেজ শিক্ষার্থী ও দোকানকর্মীদের সংঘর্ষের কারণে নিউ মার্কেট ও ঢাকা কলেজ সংলগ্ন মিরপুর সড়ক মঙ্গলবার সারাদিন বন্ধ ছিল। এতে তীব্র যানজট হয় রাজধানীর অন্য সড়কে।

সংঘর্ষের পর ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা; বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পুরান ঢাকার কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs