শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ৩০তম বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ -বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার-এমপি আবু জাহির মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১৩ জুয়ারি আটক সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ২ লাখ ৪০ হাজার টাকা সহায়তা দিলেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গার্ণিংপার্ক এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারকে ২ লাখ ৪০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ সার্কিট হাউজে ক্ষতিগ্রস্তদের হাতে তিনি এই টাকা তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ টাকা ও চাল, হবিগঞ্জ পৌরসভা এবং সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ৫০ হাজার করে সহায়তা দেয়া হয় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.