শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত নবীগঞ্জে প্রথমবারের মতো লটারির মাধ্যমে কৃষকের তালিকা করা হলো

আওয়ামীলীগকে ক্ষমতার মসনদ থেকে না সরিয়ে বিএনপি ঘরে ফিরে যাবে না জি কে গউছ

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দেশব্যাপী আন্দোলন শুরু হয়ে গেছে। আওয়ামীলীগকে ক্ষমতার মসনদ থেকে না সরিয়ে বিএনপি ঘরে ফিরে যাবে না। বিনাভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো পাতানো নির্বাচন হবে না, আর করতে দেয়া হবে না। তিনি গতকাল রবিবার বিকালে লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়ন যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত যুব-গণসমাবেশে এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবীতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়
সমাবেশে জি কে গউছ আরও বলেন- যারা জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন, দেশে-বিদেশে বাড়ী-গাড়ীর মালিক হয়েছেন, তাদেরকে জনগণের নিকট একদিন জবাব দিতেই হবে। ২০১৪ আর ২০১৮ সালের মত ভোট ডাকাতি করে আর এমপি হওয়ার সুযোগ দেয়া হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ যখন তৈরী হবে, বিএনপি তখনই নির্বাচনে অংশ গ্রহন করবে। সেই দিনটির অপেক্ষায় দেশের মানুষ। আওয়ামীলীগের সকল অপকর্মের জবাব দিতে ব্যালটের অপেক্ষায় আছে দেশের জনগণ। তিনি বলেন- দেশের আলেম-উলামাগণ ওয়াজ-মাহফিলে হকের কথা বলেন, সত্যের কথা বলেন, কোনআন-সুন্নাহর কথা বলেন। এই কথাগুলো সরকারের দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে যায়। ফলে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে দেশের আলেম-উলামাদেরকে কারাবন্দি করে রাখা হয়েছে। জনগণের হাজার হাজার কোটি টাকা লুন্টনকারী আওয়ামীলীগ নেতাদের জামিন হয়, কিন্তু আলেম-উলামাদের জামিন হয় না। জি কে গউছ বলেন- নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। তাতে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। গ্যাস, বিদ্যুৎ ও তেলের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ এখন দিশেহারা। অথচ সরকারের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। কারণ জনগণের সাথে আওয়ামীলীগের কোন সম্পর্ক নেই। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনহিতকর কাজ করছে না। সরকারের এই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতেই হবে, মুখ খুলতে হবে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আওয়ামীলীগের পতনের বিকল্প নেই।
উপজেলার যুবদলের আহŸায়ক মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহŸায়ক মাহবুব আলম মালু’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ, আব্দুল মোতালিব খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তাজুল ইসলাম মোল্লা, লাখাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, যুগ্ম সাধারণ নজরুল ইসলাম কাওছার, বিএনপি নেতা এডভোকেট ইয়ারুল ইসলাম, মহিবুল হাসান, আব্দুন নুর, ডাঃ তোফাজ্জুল হক, তাউছ আহমেদ, সোহাগ চৌধুরী মানিক, মারুফ আহমেদ বাবুল, ফারুক আহমেদ, আজিজুল হক, হেলাল আহমেদ, নুরুল ইসলাম সাফি, শহিদুজ্জামান শহিদ, মোহাম্মদ আলী, হাজী জানে আলম, আব্দুর রহিম, এনাম আহমেদ, মোতাক্কির হোসেন, সাইফুল ইসলাম, আল আমিন ইসলাম অনিক, জানে আলম জানু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম, সিনিয়র যুগ্ম আহŸায়ক ফজলে রাব্বি, সাকিব আহমেদ, সোহেল রানা, কাজল মিয়া, রফিকুল ইসলাম, রায়হান উদ্দিন, জাকারিয়া মিয়া, জুবায়ের আহমেদ, মিশন মান্না, শফিকুল ইসলাম শাবাল, আব্দুল আওয়াল, নোমান তালুকদার, মোতালিব মিয়া, আবুল কালাম, নছিব আহমেদ, পারভেজ তালুকদার, জামাল মিয়া, রমজান মিয়া, জাবেদ মিয়া, আনোয়ার হোসেন, জয়নাল মিয়া, জহির উদ্দিন, মোশাররফ আহমেদ, রবিউল হোসেন রবি, এস এম জুবায়ের আহমেদ, খালেক মিয়া, বাবুল মিয়া, মহসিন আহমেদ, জুম্মন মিয়া, নাইম তালুকদার, কাওছার আহমেদ, হিফজু মিয়া, ছাব্বির হোসেন, শফিকুল ইসলাম, রহমত উল্লাহ, নিপু আহমেদ, বাবলু আহমেদ রাজ, হেলাল আরেফিন শুভ, জাকির মিয়া, আরিফ আহমেদ, আবুল কাশেম, নাহিদ আহমেদ, শাহাদ মিযা, জানু মিয়া, সাইদুল ইসলাম, রুবেল মিয়া, মাহফুজুর রহমান সোহেল প্রমুখ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.