বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

আজমিরীগঞ্জে পানি আনা নিয়ে যুবক খুন

নিজস্ব প্রতিবেদকঃ আজমিরীগঞ্জের নোয়াগড় গ্রামে টিউবওয়েলে পানি আনার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ফিকলের আঘাতে রনোয়ার মিয়া (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। তাকে রক্ষা করতে গিয়ে ফিকলের আঘাতে বড় ভাই আনোয়ার মিয়াও ফিকলবিদ্ধ হয়েছেন। এ নিয়ে দুই দলের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়।নিহত ব্যক্তি ওই গ্রামের নুরুল ইসলামের পুত্র। জানা যায়, নিহতের শিশু কন্যা পাশের বাড়ির গেদা মিয়ার পুত্র চনু মিয়ার টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এ সময় সে পানি আনতে নিষেধ করে। এ নিয়ে দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা হয়। বিষয়টি সমাধান করে দেয়া হবে বলে এলাকার মুরুব্বীরা আশ^স্থ করেন। তখন পরিস্থিতি শান্ত হয়।

গতকাল রবিবার বিকেলে স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়। বৈঠকে দুই পক্ষের মাঝে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে চনু মিয়া ও তার দলবল ফিকল দিয়ে রনোয়ার মিয়ার বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে ছোটভাইকে রক্ষায় বড় ভাই আনোয়ার মিয়া (৪০) এগিয়ে এলে তাকেও ফিকল দিয়ে আঘাত করা হয়। উভয়পক্ষকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ খবর গ্রামে চাউর হলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। এতে দুই দলের ১০ জন আহত হয়। আজমিরীগঞ্জ-বানিয়াচংয়ের দায়িত্বপ্রাপ্ত সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্র দেব জানান, ঘটনা শুনার পর পরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। আজমিরীগঞ্জ ও বানিয়াচং দাঙ্গাপ্রবণ এলাকা। ইতোমধ্যেই বানিয়াচংয়ের বিভিন্ন গ্রাম থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজমিরীগঞ্জেও অস্ত্র উদ্ধার অভিযান চালানো হবে। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। আজমিরীগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম জানান, শিশুদের ঝগড়া নিয়ে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশ আছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.