শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

আজমিরীগঞ্জ পৌর এলাকায় এক সপ্তাহ যাবৎ জংলি বানরের আবির্ভাব

কনৌজ ব্যানার্জী আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ আজমিরীগঞ্জ পৌর এলাকায় এক সপ্তাহ যাবৎ জংলি বানরের আবির্ভাব ঘটেছে। ওই বানর দেখতে উৎসুক নারী-পুরুষ ও ছোট ছোট ছেলেমেয়েদের ভীড় লেগেই আছে। তবে ক্রমেই ওই ভীড় কমে আসছে। জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার বাজার সংলগ্ন সরকারি ডিগ্রি কলেজ ও সরাপনগর ( গঞ্জেরহাটি) গ্রামে গত এক সপ্তাহ যাবৎ দু’টি জংলি বানরকে পাকা ভবন ও গাছের মগডালে ছুটাছুটি সহ দোল খেতে দেখা গেছে। হঠাৎ করে বানরের আবির্ভাব দেখে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা পিছু নেয়। পর দর্শকের কাতারে যোগ দেয় পুরুষ ও নারীরা। তবে ওই এলাকায় গাছগাছালি বেশী ও উঁচু পাকাভবন রয়েছে। তাই ওই বানর দু’টি অধিকাংশ সময় লোকজনের চোখ অতি সহজেই এড়িয়ে চলতে দেথা যায়। মাঝে মধ্যে এদেরকে লোকজনের চোখে পড়ছে। তবে গত এক সপ্তাহে গাছের আতাফল, পেয়ারা, পেঁপে, কাঁচাকলা ইত্যাদি খাবার খেয়ে দিনযাপন করছে। আজমিরীগঞ্জ পৌর সভাধীন চরবাজারে প্রতি হাটবারে উত্তরবঙ্গ থেকে কলার ছড়ি ভর্তি বড় ডিস্ট্রিক্ট ট্রাক আসে। লোকজনের ধারনা ওই ট্রাকে চড়েই জংলি বানর দু’টি পাড়ি জমিয়েছে আজমিরীগঞ্জে। এ ছাড়া পৌরসভাধীন বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস ( বীর উত্তম) সড়ক অতিক্রম করাকালীন সময়ে গাছগাছালি বেশী থাকায় ট্রাক থেকে নেমে পড়ে রাস্তা সংলগ্ন সরাপনগর ( গঞ্জেরহাটি) গ্রামে। প্রথমতঃ অনেকেই বানর দু’টিকে আটক করতে অনেককেই বৃথা চেষ্টা আবার অনেককেই বানরের উদ্দেশ্যে ঢিল ছুঁড়তে দেখা গেছে। যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থী। প্রাণীকল্যাণ বিল-২০১৯ এর আইন অনুযায়ী কোন প্রাণীর প্রতি হত্যা বা নিষ্ঠুরতা করলে সর্বোচ্চ দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অনাধিক ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। ২০১৯ ইং সনের ৭ জুলাই মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বিলটি সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। ছবি-

You sent

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.