শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ কঠোর নিরাপত্তায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী (২০২১-২০২৫ সেশন) পরিষদের নির্বাচন। হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের সম্মেলন কক্ষে গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে ‘আলমগীর-বদরুল-সাচ্চু’ পরিষদ।
সহ-সভাপতি পদে এ পরিষদের প্রার্থী এডভোকেট সুলতান মাহমুদ ৬০ ভোট, শাহ ফখরুজ্জামান ৫৯ ভোট, শঙ্খ শুভ্র রায় ৫৮ ভোট ও এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী এডভোকেট
এনামুল হক সেলিম পেয়েছেন ২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ বদরুল আলম ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ফরহাদ হোসেন কলি পেয়েছেন ১৮ ভোট। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মঈনউদ্দিন তালুকদার সাচ্চু ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আজম উদ্দিন পেয়েছেন ১৬ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাসেল চৌধুরী ৫৮ ভোট ও মহিউদ্দিন চৌধুরী পারভেজ ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী নাজমুল হোসেন আনার পেয়েছেন ১৫ ভোট। কোষাধ্যক্ষ পদে হুমায়ূন কবীর চৌধুরী শাহেদ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি এন.এম ফজলে রাব্বি রাসেল পেয়েছেন ২২ ভোট। সন্ধ্যা ৫টার দিকে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন। পবন চৌধুরী জানান, মোট ৬৫ জন ভোটারের মধ্যে ৬৩ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সার্বিক বিষয়ে সার্বক্ষনিক পর্যবেক্ষণ করেন হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা।
প্রসঙ্গত, নির্বাচনে ৯ পদে লড়াই করেন ১৪ প্রার্থী। এর আগে এ পরিষদের ১৮ প্রার্থী বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। ৩১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি জেলা প্রশাসক, সিনিয়র সহ-সভাপতি পুলিশ সুপার, সহ-সভাপতি এডিসি জেনারেল ও নির্বাহী সদস্য ১টি (জেলা ক্রীড়া কর্মকর্তা) পদাধিকার বলে মনোনিত হয়ে থাকেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.