শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১৩ জুয়ারি আটক সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত

কাকাইলছেওয়ে সরকারি জায়গায় এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে পুকুর ও বসতভিটা নির্মাণ

কনৌজ ব্যানার্জী আজমিরীগঞ্জ থেকে- আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের অদূরে সরকারের মালিকাধীন জায়গায় এক্সেভেটরের মাধ্যমে শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে নির্মাণ করছে বসতভিটা ও কাটা হচ্ছে পুকুর।
স্থানীয় সূত্রে জানা যায়,
আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের অদুরে এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে সরকারের কাছ থেকে বন্দোবস্ত পাওয়া জমিতে এক্সেভেটর দিয়ে মাটি উত্তোলন করে নির্মাণ করা হচ্ছে বসতভিটা ও পুকুর। ওই কাজে একই গ্রামের বিএনপি নেতা  বাবুল মিয়া নামে এক ব্যাক্তি জড়িত আছেন বলে এলাকার লোকজন জানায়। অনুমানিক প্রায় ১২ থেকে ১৫ দিন ধরে ২ টি মাটি কাটার মেশিন অর্থাৎ এক্সেভেটরের মাধ্যমে জমি থেকে মাটি উত্তোলন করে পুকুর ও বসতভিটা নির্মানের কাজ করানো হচ্ছে বলে জানা যায়। সংশ্লিষ্ট প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘ দিন যাবৎ এক্সেভেটরের দিয়ে নগদ অর্থের মাধ্যমে এ কাজ করে আসছেন। এদিকে খবর পেয়ে গত সোমবার  সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্হলে গেলে মাটি কাটা বন্ধ রেখে সটকে পড়েন বাবুল মিয়া সহ এক্সেভেটরের দুই চালক। তাই তাদের আটক করা সম্ভব হয়নি বলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম জানান। এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্হা নিবেন বলে জানান

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.