শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

‘ক’ শ্রেণির ভূমি ও গৃহহীনমুক্ত হচ্ছে বানিয়াচং উপজেলা

বানিয়াচং প্রতিনিধি,বানিয়াচং উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা সংক্রান্ত যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, মো. মিজানুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মো. মঞ্জিল মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, মো. আরফান উদ্দিন, মো. আনোয়ার হোসেন, ফরদি মিয়া, প্রকৌশলী জয় কুমার দাশ, মঞ্জু কুমার দাশ, শেখ মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান ও উপপ্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, ২১ মার্চ বানিয়াচং উপজেলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন।

এ পর্যন্ত ৩২৫টি পরিবারকে ২ শতাংশ জমি ও ঘর প্রদান করা হয়েছে। ৪র্থ ধাপে আরও ১৭৭টি পরিবারকে ঘরসহ জমি দেওয়া হবে। এতে উপজেলা প্রশাসন যাচাই-বাঁছাইসহ স্বচ্ছতার সাথে কাজগুলো করেছে। এক্ষেত্রে জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দসহ যারা উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.