শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

খবরের শিরোনাম:
তাপপ্রবাহের কারণে সব স্কুল-কলেজ সাত দিন বন্ধ ঘোষণা বৃন্দাবন কলেজে জাতির পিতার ম্যুরাল স্থাপনের ঘোষণা-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে ৩০তম বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ -বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার-এমপি আবু জাহির মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১৩ জুয়ারি আটক সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার

গণহত্যা দিবসে মাধবপুর উপজেলা প্রশাসনের আলোচনা সভা

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি ,মাধবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ কালো রাত্রির ঐতিহাসিক গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান।

আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসীম,সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন, মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক,প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাসগুপ্ত, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায়, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, বীর মুক্তিযোদ্ধা জারু মিয়া,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি হাসানুজ্জামান ওসমান প্রমুখ।

বক্তাগন গভীর শ্রদ্ধার সাথে গণহত্যার শিকার দেশপ্রেমিকদের স্মরণ করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন।পরে গণহত্যা বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.