বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

গাইবান্ধায় হত্যা মামলায় ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আলোচিত হাসান আলী হত্যা মামলায় ৮ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া মামলার বাকি ৭ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ২২ বছর পর জেলার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাওলানা নজরুল ইসলাম, আব্দুর রউফ, জালাল, গোলাম মোস্তফা, শাহ আলম, ফারুক, মিজানুর রহমান ও গাওরা তালেব।

মামলা সূত্রে জানা গেছে, পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে ১৯৯৯ সালের ২২ আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামিরা একই উপজেলার আমবাড়ি গ্রামের মমিন উদ্দিনের ছেলে হাসান আলীকে হত্যা করে। ঐ ঘটনায় নিহতের ভাই আবুল কাশেম একই বছরের ২৪ আগস্ট ১৭ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০০ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২১ সালের ৩ মার্চ শেষ হয় সাক্ষ্যগ্রহণ। ঐ সময় রায় ঘোষণার জন্য ১৮ নভেম্বর তারিখ নির্ধারণ করেন বিচারক। এরই পরিপ্রেক্ষিতে দীর্ঘ ২২ বছর পর ৮ আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.