বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

গুলিস্তানে ভবনে বিস্ফোরণে বাড়ছে লাশের সংখ্যা, নিহত ১৬

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণের ঘটনায় বাড়ছে লাশের সংখ্যা। এ দুঘর্টানায় এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয়দের ভাষ্য, বিস্ফোরণ হওয়া পাঁচতলা ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। ওই ভবনটি পাশে সাততলা আরেকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.