বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩০ শিক্ষার্থী বহিষ্কার, ক্যাম্পাস খুলবে শনিবার

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বিভিন্ন মেয়াদে ৩০ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এছাড়া সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্যাম্পাস ২৭ নভেম্বর (শনিবার) খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার চমেক একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার।

তিনি বলেন, ওই ৩০ শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একাডেমিক কাউন্সিল সভায় মেয়েদের হল শিগগিরই খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর ছেলেদের হল কিছুদিন পরে খুলা হবে। তবে মেয়েদের হল ঠিক কবে খোলা হবে সে ব্যাপারে কিছু বলেননি তিনি।

সংঘর্ষের পর ওইদিন বিকেলে জরুরি একাডেমিক কাউন্সিলের সভা করে অনির্দিষ্টকালের জন্য কলেজটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পাশাপাশি সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়। আর ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.