শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:০৮ অপরাহ্ন

খবরের শিরোনাম:
প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত নবীগঞ্জে প্রথমবারের মতো লটারির মাধ্যমে কৃষকের তালিকা করা হলো

চুনারুঘাটে ৮ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের চুনারুঘাটে বাবার মৃত্যুর খবরে মেয়ের মৃত্যু এবং মেয়ের মৃত্যুর খবরে নাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

একই দিনে পরপর একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় চুনারুঘাটে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে তিন প্রজন্মের মৃত্যুর সংবাদ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের হাজী আরজু মিয়া বসবাস করতেন চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারে। তিনি সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার সকাল ৬টায় তিনি মারা যান।

তার মৃত্যু সংবাদ শোনার পর দুপুর ১২টায় তার বড় মেয়ে সুরাইয়া খাতুন স্ট্রোক করে চুনারুঘাট হাসপাতালে মারা যান। এ নিয়ে বাসায় আত্মীয়স্বজন যখন কান্নায় ভেঙে পড়েন- এরই মধ্যে প্রয়াত সুরাইয়া খাতুনের মৃত্যু সংবাদ শুনে তার বড় মেয়ে উরপা জাহান স্ট্রোক করে মারা যায়। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। এদিকে তাদের মৃত্যু সংবাদ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে মা ও মেয়ের জানাজা বাদ আসর শ্রীকুটা মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। তাদের দাফনের পরপরই বাদ মাগরিব একই স্থানে বাবা আরজু মিয়ার জানাজা শেষে একই কবরস্থানে দাফন করা হয়। একই সঙ্গে তিন প্রজন্মের এ মৃত্যুর খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.