শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১৩ জুয়ারি আটক সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত

জি কে গউছসহ বিএনপির ৪০ নেতাকর্মীর হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জে বিএনপির সমাবেশে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মস্তোফা জামান ইসলাম ও বিচারপতি এএসএম আব্দুল মমিনের হাইকোট বেঞ্চ তাদের ৬ সপ্তাহের
জামিন মঞ্জুর করেন।
হাইকোর্টে আসামীপক্ষে শোনানী করেন এডভোকেট ফজলুর রহমান, ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিমকোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট কামরুল ইসলাম সজল, এডভোকেট আব্দুল জব্বার ভুইয়া, এডভোকেট আমিনুল ইসলাম, এডভোকেট শাহীন ও এডভোকেট রবিউল আহমেদ রাকিব।
জামিন প্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ, জেলা বিএনপির আহŸায়ক আবুল হাশিম, যুগ্ম আহŸায়ক এনামুল হক সেলিম, সদস্য এম জি মোহিত ও মহিবুল ইসলাম শাহিন, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর টিপু আহমেদ, সাবেক কাউন্সিল মাহবুবুল হক হেলাল, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর অলি, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, যুগ্ম সাধারন সম্পাদক এম হাফিজুল ইসলাম, আব্দুল আহাদ তুষার, সাইদুর রহমান ও গোলাম মাহবুব, পৌর যুবদলের আহŸায়ক মুর্শেদ আলম সাজন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসেন অনিসহ ৪০ জন।
গত বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের আয়োজন করে হবিগঞ্জ জেলা বিএনপি। এ দিন পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.