বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

জৈন্তাপুর দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

জৈন্তাপুর প্রতিনিধি সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর বাজারের জমি ক্রয়ের সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে টানা ১০ ঘন্টা সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন ৷

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে হরিপুর বাজারে জমি ক্রয় করাকে কেন্দ্র করে জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ এর সাথে হাউদপাড়া গ্রামবাসীর কথা কাটাকাটি ঘটনা ঘটে ৷ এঘটনার জের ধরে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসীর সংঘর্ষে জড়িয়ে পড়ে ৷ টানা ১০ ঘন্টার সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের হামলায় অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন ৷

সোমবার (৪ এপ্রিল) ভোর হতে সংষর্ষে থামাতে দফায় দফায় মধ্যস্থতাকারীরা চেষ্টা চালান ৷ সকাল আনুমানিক ৭টার দিকে সংঘর্ষ থামাতে গিয়ে উভয় পক্ষের হামলায় ঘটনা স্থলেই নিহত হন ফতেহপুর ইউপির হেমু ভাটপাড়া গ্রামের ছিফত উল্লার ছেলে মাওলানা সালেহ আহমদ (৩৪) ৷ এছাড়া সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ প্রায় শতাধিক ব্যক্তি আহত হন ৷

অপরদিকে ঘটনার নিয়ন্ত্রণে আনতে রাত হতেই অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হলে সকাল ৮টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ৷ বর্তমানে বাজারের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রেণে রয়েছে ৷ দীর্ঘ ১২ঘন্টা পর সিলেট তামাবিল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে ৷

এদিকে সংষর্ষের ঘটনার খবর পেয়ে সকাল ১০ টা ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, সিলেটের জেলা প্রশাসক মুজিবুর রহমান, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ পিপিএম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) রিপামনি দেবী, আ.লীগ নেতা আলা উদ্দিন প্রমুখ ৷

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পাওয়ার পর হতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ এলাকার গণ্যমান্যদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই ৷ সকাল ৮টায় বাজার এলাকা পুলিশের নিয়ন্ত্রণে নেই ৷ এ ঘটনায় একজন মধ্যস্থতাকারী নিহত হন এবং পুলিশ সহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন ৷

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.