শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১৩ জুয়ারি আটক সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সকাল ১১ টা ২৭ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে রাস্ট্র ও দলের পক্ষে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান।

পরে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা এবং জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাঁর পরিবারের সদস্যদের শহিদ সদস্যদের আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে সকাল ১০ টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সকাল ১১ টা ১৩ মিনিটে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরন করেন এবং পরে গাড়িযোগে জাতির পিতার সমাধি স্থলে পৌঁছান।

এসময় স্পীকার শিরীন শারমিন চৌধুরী, তোফাযেল আহম্মেদ এমপি, মতিয়া চৌধুরী এমপি, সালমান এফ রহমান, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, মুহাম্মদ ফারুক খান এমপি, শাহাজান খান এমপি, মাহবুব আলম হানিফ, আমির হোসেন আমু, মুজিব বর্ষের জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন নাছিম এমপি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি-সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, অসীম কুমার উকিল এমপি, আসাদুজ্জামান নূর এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্র ও জাতির পক্ষে জাতির পিতার সমাধিতে রাস্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী কেন্দ্রীয় দলীয় নেতাদের নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে দলের সভাপতি হিসাবে সমাধি সৌধের বেদীতে শ্রদ্দা জানান। পরে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী আলাদাভাবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান।

পরে বিভিন্ন সহযোগী ও অংগ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার সমাধি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ১২ টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওনা হয়ে যান।

দুপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী জাতীয় বাস্তবায়ন কমিটি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠান শেষে বিকাল ৫ টায় ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.