শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

ট্রাকে ট্রেনের ধাক্কা, লাইনচ্যূত ৫ বগি

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের পার্বতীপুরে রেললাইনের ওপরে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাক ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যূত হয়। এতে ঢাকার সঙ্গে পঞ্চগড় ও দিনাজপুরের ট্রেন যোগাযোগ বন্ধ হয়েছে। দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আজ বুধবার (৫ জানুয়ারি) ভোর ৪ টার দিকে মনমথপুর-চিরিরবন্দর আউটার সিগন্যাল সংলগ্ন যশাই মোড় রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ওই ট্রেনের কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল মোকারম জানান, ভোর ৪ টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেসের খালি গাড়ি নিয়ে দিনাজপুরে যাওয়ার পথিমধ্যে যশাই মোড় সংলগ্ন ৬ নম্বর রেলগেট পৌঁছলে দূর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। রেলগেট খোলা থাকায় বালু বোঝাই একটি ড্রাম ট্রাক পার হওয়ার সময় রেললাইনের ওপর বিকল হয়ে পড়লে রেলগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রেনের চালক আব্দুর রশিদ সরকার গুরুতর আহত হন। ওই ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

ইঞ্জিনের সঙ্গে থাকা গার্ড ব্রেকটি (৫৩০৫) রেল লাইন থেকে পাশে উল্টে যায়। এ ঘটনার পর থেকে দিনাজপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.