শনিবার, ১৮ মে ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

ঢেউ চুমু খায় তোমার নামে

ইভা আলমাস
নিশ্চুপ ধরিত্রী নিশ্চুপ অম্বর
পুরো প্রকৃতি জুড়ে বাতাসের মর্মর
ফুল,পাখি,গাছ,পাতা আর বন
নীরবতার সফেদ চাদরের আবরণ
এলোমেলো জলে আলোর বিচ্ছুরণ
কলকল জল আছড়ে পড়ে বেলাভূমে
মুহূর্মুহু চুমু খায় ঢেউ তোমার নামে।
হতচ্ছাড়া বাতাসের পাগলামি
পাতায় পাতায় দোল খায় আহ্লাদে
বাতাসের ভাষায় সুর,গান,তাল নেই
তবুও প্রকৃতি তার হারালো যে খেই
মাঝরাতে আঁকাবাঁকা মেঘ জমেছে যেই
অমনি বাতাসের বিলাপে আনন্দের বাণী
যেন তোমারই নামের অস্ফুট প্রতিধ্বনি!
মনে মনে ভাবি তোমার নামের ঝংকার
ওদের প্রাণেও কি আজ লেগেছে সুর তার
বাতাসের পাগলামি সুরে সুরে কানাকানি
কাছে-দূরে ইচ্ছেমতো বেড়ায় কেন জানি
তারারা চাঁদের মুখে ভাষা দিলো আনি
আকাশে বাতাসে রন্ধ্রে রন্ধ্রে ঝরে সুর
তোমার নামের শব্দে ভাঙে নীরবতার অসুর…

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.