রবিবার, ১৯ মে ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

” তবে কী আমি ঝরে পড়া বিবর্ণ পত্রের মতো হয়ে গেছি “

গোলাম কবির
বিবর্ণ পত্রের মতো হয়ে গেছি “
আমি মনেহয় মানুষ হতে চেয়ে
ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছি!
তা না হলে এই যে এতো সুন্দরের
হত্যা হচ্ছে প্রতিদিন,
কই আমার তো কোনো
বিকারই নেই কেনো?
কী সুন্দর খাচ্ছি দাচ্ছি,
নির্বিকার ঘুম যাচ্ছি,
কিনছি প্রয়োজনীয় নিত্য পন্যদ্রব্য!
আমি মনেহয় মানুষ হতে চেয়ে
নিরীহ বোবা প্রাণী হয়ে যাচ্ছি!
তা না হলে কিভাবে এমন সহ্য
করে যাচ্ছি এইসব সুন্দরের হত্যাকাণ্ড! মানুষের এইসব অন্যায়ের বিরুদ্ধে কেনো
প্রতিবাদ ও প্রতিরোধে ফুঁসে উঠি না!
তবে কী আমি ঝরে পড়া
বিবর্ণ পত্রের মতো হয়ে গেছি
যার মধ্যে কোনো প্রাণই নেই!

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.