বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

খবরের শিরোনাম:
আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির রাজনগর সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুর শায়েস্তাগঞ্জ ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ভিডিওকলে মাধবপুরের রেহানাকে বাঁচানোর আকুতি, ‘আমি আর সহ্য করতে পারতেছি না’ মৌলভীবাজারে চা-শ্রমিকের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় এমপি কেয়া চৌধুরী আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ সার চাওয়ায় কৃষকদের হত্যা করে বিএনপি -এমপি আবু জাহির উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা নিয়মিত খেলাধূলা আয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে-এমপি আবু জাহির

দুইদিনের রিমান্ডে দিরাই আ.লীগের সম্পাদক

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জে জলমহালকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা রুহেদ হত্যা মামলায় সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে দুইদিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে র‍্যাব-৯ এর একটি বিশেষ অভিযানে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে আটকের পর আজ শনিবার (৩০ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে প্রদীপ রায়কে দুইদিনের রিমান্ডে দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালেদ মিয়া।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. বদরুল আলম তালুকদার বলেন, দুপুরে বিজ্ঞ বিচারকের কাছে পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ অক্টোবর দিরাই উপজেলার ভাটিপাড়ায় দুইপক্ষের সংঘর্ষে রুহেদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন। এ ঘটনায় গত ২৩ অক্টোবর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিরু মিয়া তালুকদার নামের এক আহত ব্যক্তি মারা যান। এ নিয়ে ওই সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ জনে। এ ঘটনায় ২২ অক্টোবর নিহত রুহেদ মিয়ার ভাই সোহেদ মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.