বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন

দেশীয় সংস্কৃতিকে ঠিকিয়ে রাখবে হবিগঞ্জে লোক উৎসব এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তবে আমাদের নিজস্ব সংস্কৃতি এখন পশ্চিমা সংস্কৃতির আড়ালে গ্রাস হওয়ার উপক্রম। তাই বর্তমান সরকার আমাদের নিজস্ব সংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। লোক উৎসবও সেই উদ্যোগের অংশ। এই লোক উৎসব ঠিকিয়ে রাখবে আমাদের দেশীয় সংস্কৃতিকে।
তিনি গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে লোক উৎসবের উদ্বোধন ও আরটিভির বাংলার গায়েন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের বাধন মোদককে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।
এতে এমপি আবু জাহির আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। এক্ষেত্রে দেশের মানুষেরও ভূমিকা রয়েছে। কারণ তারা নৌকায় ভোট দিয়েছেন বলেই এত অগ্রগতি, এত উন্নয়ন। দেশের সাংস্কৃতিক অঙ্গনের লোকজন বর্তমান সরকারের আমলে ভাল রয়েছে। সরকার তাদের বিভিন্নভাবে পৃষ্টপোষকতা করছে। এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এ লোক উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার, সাংস্কৃতিক সংগঠক মুকিত চৌধুরী।
পরে হবিগঞ্জের স্বনামধন্য সঙ্গীতশিল্পীরা লোক উৎসবে গান পরিবেশন করেন। অনুষ্ঠানে আরটিভির বাংলার গায়েনে চ্যাম্পিয়ন হবিগঞ্জের বাঁধন মোদকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এমপি আবু জাহির ও জেলা প্রশাসক ইশরাত জাহানসহ অতিথিবৃন্দ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.