শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন

খবরের শিরোনাম:
তাপপ্রবাহের কারণে সব স্কুল-কলেজ সাত দিন বন্ধ ঘোষণা বৃন্দাবন কলেজে জাতির পিতার ম্যুরাল স্থাপনের ঘোষণা-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে ৩০তম বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ -বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার-এমপি আবু জাহির মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১৩ জুয়ারি আটক সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার

দেশের অর্থনীতির মূল স্তম্ভ- শ্রমিকদের অধিকার সমুন্নত রাখতে হবে-এডঃ নোমান

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ১০ মে বুধবার বাদ এশা গণঅধিকার পরিষদের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল স্তম্ভ। অথচ এই মেহনতি মানুষগুলোকেই প্রতিটি ধাপে ধাপে হেয়-প্রতিপন্ন আর শোষণের শিকার হতে হয়। এই শ্রমিক মানুষদের অধিকার সমুন্নত রাখতে হবে। এ সময় তিনি যারা নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে শ্রমিক অধিকার পরিষদে যোগদান করেছেন এবং লড়াই করে যাচ্ছেন-তাদেরকে ধন্যবাদ প্রদান করেন। শ্রমিক অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল আউয়াল মিয়ার সভাপতিত্বে ও মকসুদ আলীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার স্বমন্বয়ক জনাব ফুল মিয়া, পেশাজীবী অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার স্বমন্বয়ক জনাব বাবুল মিয়া, ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার দপ্তর সম্পাদক মাহদী হাসান, শ্রমিকনেতা আব্দুল আহাদ, শ্রমিকনেতা আমির আলী, শ্রমিকনেতা সাইফুল ইসলাম, সদর উপজেলার সহ সভাপতি আশরাফুল ইসলাম অহি, মোঃ লিটন মিয়া, মোঃ সজলু মিয়া, মোঃ আকলাছ মিয়া প্রমূখ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.