শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:১২ অপরাহ্ন

খবরের শিরোনাম:
ইসলামের প্রথম যুদ্ধ বদরে যারা শাহাদাত বরণ করেন জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ: প্রতিমন্ত্রী মাধবপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল হবিগঞ্জে র‌্যাব এর অভিযানে বিপুল পরিমাণ ট্রেনের টিকেটসহ চক্রের ৩ জন গ্রেফতার সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনের দাফন সম্পন্ন আজমিরীগঞ্জে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শালিকে কোপাল দুলাভাই শহীদ মিনার নয়, যেন ডেটিং পার্ক! নিরস্ত্র ২ ফিলিস্তিনিকে হত্যার পর বালিচাপা দিল ইসরায়েলি সেনারা একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন বিশ্বব্যাংকের প্রতিবেদন পরিবেশদূষণে দেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের অকালমৃত্যু

দোয়ারায় শীঘ্রই শুরু হবে সুরমা সেতুর কাজ : এমপি মানিক

দোয়ারাবাজার প্রতিনিধি,দোয়ারাবাজারে মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের মানিক নগর আবাসিক এলাকায় স্থাপিত মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছাতক-দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দুই পর্বে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সলিলেন্দু কুমার তালুকদার এবং উপজেলার সমুজ আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ অসীম মোদক।

প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক বলেন, ‘ছাতক-দোয়ারাবাজারের প্রতিটি ইউনিয়নে একাধিক উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। স্বাস্থ্য, শিক্ষা এবং যোগাযোগ উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। গত বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টের কাজ শুরু হয়েছে। অতি শীঘ্রই সুরমা নদীর দোয়ারাবাজার অংশে সেতু নির্মাণের কাজ শুরু হবে।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল খালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমীরুল হক, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, বিনয় ভুষন পুরকায়স্থ, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট রফিক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইকবাল হোসেন বুলু, গোপিকা রঞ্জুন চক্রবর্তী বাচ্চু, সেনা সদস্য হারুনুর রশীদ প্রমুখ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.