শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত নবীগঞ্জে প্রথমবারের মতো লটারির মাধ্যমে কৃষকের তালিকা করা হলো

দোয়ারায় শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে। কারচুপির কোনো সুযোগ নেই। জোরপূর্বক ভোট দেওয়ার মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সেখানেই ভোট গণনা করা হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেক কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার, বিজিবি, র‍্যাব সদস্যরা নির্বাচনী মাঠে নিয়োজিত থাকবেন।

সোমবার (৮ নভেম্বর) সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে উপজেলার ৯টি ইউনিয়নের ৪১ জন প্রার্থীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার, সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল আহমেদ প্রমুখ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.