শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

খবরের শিরোনাম:
প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২ হবিগঞ্জে সড়কের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় নবদম্পতিসহ একই পরিবারের ৬ জন নিহত বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত নবীগঞ্জে প্রথমবারের মতো লটারির মাধ্যমে কৃষকের তালিকা করা হলো

নবীগঞ্জে আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধ পরিকর

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ করতে সরকার সব ধরনের ব্যবস্থা হাতে নিয়েছে। তিনি বলেন, নির্বাচন সুষ্টু করতে ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করে যাচ্ছে। সারাদেশে ভোটারদের সরব উপস্থতিতে নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা সবাই একই উপজেলায় পাশাপাশি বসবাস করেন। নির্বাচন একটা ক্ষনস্থায়ী ঘটনা আপনার সবাই আত্মীয় প্রতিবেশী। আপনারা এমন কোন আচরন করবেন না, নির্বাচন শেষে যেন একজনের মুখ আরেকজনের দেখতে লজ্জা না লাগে।
আজমিরীগঞ্জে ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানে একজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচিত হয়েছেন। সুতরাং নির্বাচন সুষ্টু হবে সন্দেহের কোন কারন নাই। এছাড়া তিনি চলতি এস এসসি পরীক্ষার জন্য পরীক্ষার্থিদের কথা বিবেচনা করে ইউপি নির্বাচনে অংশগ্রহনকারী সকল চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রচারনার জন্য মাইকিং করা থেকে বিরত থাকার আহবান জানান।
তিনি ১৫ নভেম্বর সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলানায়তনে নবীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত আচরণ বিধি অবহিত করণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী, এডিসি তারেক মোহাম্মদ জাকারিয়া, এএসপি সার্কেল আবুল খয়ের, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, সহকারী রির্টানিং অফিসার প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজুল হক, কৃষি অফিসার একে এম মাকসুদুল আলম, মৎস্য অফিসার আসাদ উল্লা, উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রী দাশ পার্লি, উপজেলা সমবায় অফিসার হাফিজুল ইসলাম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ প্রমূখ।
এ সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.