শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

খবরের শিরোনাম:
ইসলামের প্রথম যুদ্ধ বদরে যারা শাহাদাত বরণ করেন জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ: প্রতিমন্ত্রী মাধবপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল হবিগঞ্জে র‌্যাব এর অভিযানে বিপুল পরিমাণ ট্রেনের টিকেটসহ চক্রের ৩ জন গ্রেফতার সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনের দাফন সম্পন্ন আজমিরীগঞ্জে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শালিকে কোপাল দুলাভাই শহীদ মিনার নয়, যেন ডেটিং পার্ক! নিরস্ত্র ২ ফিলিস্তিনিকে হত্যার পর বালিচাপা দিল ইসরায়েলি সেনারা একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন বিশ্বব্যাংকের প্রতিবেদন পরিবেশদূষণে দেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের অকালমৃত্যু

নবীগঞ্জে উপজেলা চেয়ারম্যান, এসিল্যান্ডসহ ৩৪ জন করোনায় আক্রান্ত

দেলোয়ার ফারুক তালুকদারঃ করোনার তৃতীয় ঢেউ’য়ে হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপরিবারে, এসিল্যান্ড, সাংবাদিক, এসআই, নার্স, ইউপি চেয়ারম্যানসহ ৩৪ করোনায় আক্রান্ত হয়েছেন। তারা প্রত্যেকেই বর্তমানে আইসোলেশনে আছেন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত গত ২৩ দিনে ৬৮ জনের নমুনা পরীক্ষা করলে ৩৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে ২ জন জনপ্রতিনিধি, ১ জন সহকারী কমিশনার, ১ জন প্রাইমারী শিক্ষকা, ৩ জন পুলিশের এসআই, ১ জন সাংবাদিক, ১ জন স্বাস্থ্য কর্মী রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে রয়েছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম (স্বপরিবারে ৬ জন), সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, এসআই সমিরন দাশ, এসআই রাজিবুর রহমান, ট্রাফিক সার্জেন্ট এসআই ঝন্টু বৈদ্য, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান আহমদ, গন্ধ্যা সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকা শাহিনুর আক্তার পান্না (উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী), হাসপাতালের সিনিয়র নার্স সুচিত্রা সুচিসহ ৩৪ জন আক্রান্ত হয়েছেন। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও উপজেলার সকল হাট বাজারে মানা হচ্ছেনা স্বাস্থ্য বিধি। মাস্ক বিহীন অবাধে চলাচল করছে জনসাধারণ।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আরএমও ডা. চম্পক কিশোর দাস সুমন জানান, এখন খুব বেশি আক্রান্ত হচ্ছেন। তিনি মাস্ক ব্যবহারসহ জনসাধারণকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলাফেরার পরামর্শ দেন। তিনি বলেন, আক্রান্তদের সবাই আইসোলেশনে আছেন। তাদের অনেকেই বেশ ভাল আছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.