মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

খবরের শিরোনাম:
শায়েস্তাগঞ্জ ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ভিডিওকলে মাধবপুরের রেহানাকে বাঁচানোর আকুতি, ‘আমি আর সহ্য করতে পারতেছি না’ মৌলভীবাজারে চা-শ্রমিকের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় এমপি কেয়া চৌধুরী আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ সার চাওয়ায় কৃষকদের হত্যা করে বিএনপি -এমপি আবু জাহির উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা নিয়মিত খেলাধূলা আয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে-এমপি আবু জাহির দেশে হিটস্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

নবীগঞ্জে টিউবওয়েল স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদকঃ নবীগঞ্জে টিউবওয়েল স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে বৃহস্পতিবার  এ ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত শ্রমিকরা হলেন- সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের হাসিবুল মিয়া ও একই উপজেলার সেন নগর গ্রামের জুটন মিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সুজাপুর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে টিউবওয়েল লাগানোর কাজ করছিলেন কয়েক শ্রমিক। বিকেলে মাটির নিচে বসানো লোহার পাইপগুলো
ওপরে তুলছিলেন তারা। এ সময় একটি পাইপ তোলার পর সেটি গিয়ে পল্লী বিদ্যুতের তারে লাগে। সেই পাইপ ধরে থাকা হাসিবুল ও জুটন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদেরকে লোকজন উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনার খবর নবীগঞ্জ বাহুবল সার্কেল এএসপি আবুল খয়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.