মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

খবরের শিরোনাম:
ভিডিওকলে মাধবপুরের রেহানাকে বাঁচানোর আকুতি, ‘আমি আর সহ্য করতে পারতেছি না’ মৌলভীবাজারে চা-শ্রমিকের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় এমপি কেয়া চৌধুরী আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ সার চাওয়ায় কৃষকদের হত্যা করে বিএনপি -এমপি আবু জাহির উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা নিয়মিত খেলাধূলা আয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে-এমপি আবু জাহির দেশে হিটস্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল সিলেটে হিট স্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

নবীগঞ্জে ডাকাতির চেষ্টাকালে ৫ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ নবীগঞ্জে ডাকাতির চেষ্টা কালে আন্তঃ জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করছে নবীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সত্রে জানা যায়, মঙ্গলবার (০৯ নভেম্বর) দিবাগত রাত ০২.৪৫ টার সময় দা, চাকু, শাবল লোহার রডসহ পেশাদার আন্তঃ জেলা ডাকাত দলের সদস্যগণ রাতের অন্ধকারে সমবেত হয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।

গোপন সূত্রে এ খবর জানতে পেরে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি দা, ১টি লোহার শাবল, ১টি রড, ১টি পলিস্টারের ব্যাগ, ব্যাগে অনেক ডাকাতের নাম মোবাইল নাম্বার সম্বলিত একটি টালী খাতা, ১টি কোমরে ঝুলানোর ব্যাগ, ১টি হাফ প্যান্ট ও ১টি স্টিলের চাকু।

গ্রেপ্তারকৃতরা হল, বাহুবল উপজেলার আব্দা ফৌজরা গ্রামের আব্দুর রেজাকের ছেলে আব্দুল মতিন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতগড়িয়া গ্রামের জহুরুল হকের ছেলে হুমায়ুন কবির, লাকসাম উপজেলার ফতেহপুর গ্রামের মৃত চান্দ মিয়ার ছেলে মো. বিলাল মিয়া, মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর গ্রামের মনু মিয়ার ছেলে মুন্না মিয়া এবং কমলগঞ্জ থানার চৈতন্যগঞ্জ গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে ইয়াছিন মিয়া ওরফে কালা বাবুল।

তাদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার ডাকাতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ৫ ডাকাত গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার এস. আই সমিরন চন্দ্র দাশ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.