শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

খবরের শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ৩০তম বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ -বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার-এমপি আবু জাহির মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১৩ জুয়ারি আটক সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার ওয়ারিশান ও এসএ খতিয়ান জ্বালিয়াতি বিরুদ্ধে চার্জশীট প্রদান করল পিবিআই দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধারের সময় বাস চাপায় নিহত ২

নবীগঞ্জে পিতা-মাতাকে মারধর ছেলের ৬ মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদকঃ নবীগঞ্জ উপজেলায় পিতা-মাতাকে মারধর করার দায়ে ইয়াছিন মিয়া (২০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ-াদেশ দেন। দ-প্রাপ্ত – ইয়াছিন মিয়া নবীগঞ্জ সদর ইউনিয়নের হালিতলা গ্রামের বাসিন্দা। জানা যায়- মাদকসেবী ইয়াছিন মিয়া নেশাগ্রস্থ হয়ে প্রায়ই পিতা-মাতাকে মারধর করে আসছিল। বৃহস্পতিবার রাতে মাদক সেবন করে পুনরায় পিতা মাতাকে মারধর করে। পরে পিতা-মাতার অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াছিন মিয়াকে আটক করে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করা ইয়াছিন মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.