বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
রাজনগর সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুর শায়েস্তাগঞ্জ ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ভিডিওকলে মাধবপুরের রেহানাকে বাঁচানোর আকুতি, ‘আমি আর সহ্য করতে পারতেছি না’ মৌলভীবাজারে চা-শ্রমিকের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় এমপি কেয়া চৌধুরী আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ সার চাওয়ায় কৃষকদের হত্যা করে বিএনপি -এমপি আবু জাহির উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা নিয়মিত খেলাধূলা আয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে-এমপি আবু জাহির দেশে হিটস্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নবীগঞ্জে ৬৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে ৬৩ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত ১৩ জন, জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্ত ৫ জন, ইসলামী আন্দোলনের ১ জন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৪৪জন।

এছাড়া সাধারণ সদস্য পদে ১৩টি ইউনিয়নে ৪৮৪ জন, সংরক্ষিত সদস্য পদে ১৭৮ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তারা মনোনয়নপত্র জমা দেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১ নং বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন এবং সদস্য পদে ৩৫ জন। ২ নং বড়ভাকৈর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন এবং সদস্য পদে ৩৯ জন।

৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন, সদস্য পদে ৩৭ জন। ৪ নং দীঘলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সদস্য পদে ৪৬ জন। ৫ নং আউশকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন এবং সদস্য পদে ৪৫ জন।

৬ নং কুর্শি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সদস্য পদে ৪৬ জন। ৭ নং করগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন, সদস্য পদে ৪১ জন। ৮ নং নবীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সদস্য পদে ৩৬ জন। ৯ নং বাউশা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন এবং সদস্য পদে ২৯ জন।

১০ নং দেবপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন এবং সদস্য পদে ৩৮ জন। ১১ নং গজনাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন এবং সদস্য পদে ৩৪ জন। ১২ নং কালিয়ারভাংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন এবং সদস্য পদে ৩৩ জন। ১৩ নং পানিউমদা ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন এবং সদস্য পদে ২৫ জন মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জের ১৩ ইউনিয়নের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।

নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবশ্রী দাস পার্লি বলেন, প্রার্থীরা শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.