বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
রাজনগর সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুর শায়েস্তাগঞ্জ ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ভিডিওকলে মাধবপুরের রেহানাকে বাঁচানোর আকুতি, ‘আমি আর সহ্য করতে পারতেছি না’ মৌলভীবাজারে চা-শ্রমিকের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় এমপি কেয়া চৌধুরী আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ সার চাওয়ায় কৃষকদের হত্যা করে বিএনপি -এমপি আবু জাহির উপজেলা নির্বাচনে নবীগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন জমা নিয়মিত খেলাধূলা আয়োজনে সহযোগিতা অব্যাহত থাকবে-এমপি আবু জাহির দেশে হিটস্ট্রোকে আরও ৩ জনের মৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নবীগঞ্জ তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিংদায়েএক যুবককে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

নিজস্ব প্রতিবেদকঃ নবীগঞ্জ উপজেলার তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং দায়ে মিয়াদ মিয়া নামে এক যুবককে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। উপজেলার প্রশাসন সূত্রে জানাযায়, সোমবার সকাল পৌনে ১২টায় উপজেলার রতপুর সরকারি প্রাইসারি স্কুলের  তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করেন দেবপাড়া ইউনিয়নের ঝিলকা গ্রামের মো. মিয়াদ মিয়া (২৫)। ইভটাজিংয়ের দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধের দায়ে দোষ স্বীকার ও সাক্ষীর ভিত্তিতে মোবাইল কোর্ট এর মাধ্যমে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা মতে দোষী সাব্যস্ত করে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশের একটি দল।নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, এক যুবককে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ইভটিজিং রোধে প্রশাসন বদ্ধ পরিকর।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.