শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন

খবরের শিরোনাম:
তাপপ্রবাহের কারণে সব স্কুল-কলেজ সাত দিন বন্ধ ঘোষণা বৃন্দাবন কলেজে জাতির পিতার ম্যুরাল স্থাপনের ঘোষণা-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে ৩০তম বঙ্গবন্ধু কবিতা উৎসব অনুষ্ঠিত জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ -বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার-এমপি আবু জাহির মৌলভীবাজারে অভিযান চালিয়ে ১৩ জুয়ারি আটক সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি প্রধানমন্ত্রীর বক্তব্য কেন শোনানো হয়নি তার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমপি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি-এমপি আবু জাহির দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার

নাসিক নির্বাচনে ২৭ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে বিজয়ী যারা

নিজস্ব প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে বিজয়ী হয়েছেন যারা। ভোট গননার পর বেসরকারীভাবে রিটার্নিং কর্মকর্তা বিজয়ীদের নাম ঘোষণা করেন।

বিজয়ীরা হলেন, ১নং ওয়ার্ডে আনোয়ার ইসলাম (ঠেলাগাড়ি), ২নং ওয়ার্ডে ইকবাল হোসেন (লাটিম), ৩ নং ওয়ার্ডে শাহজালাল বাদল (ঠেলাগাড়ি), ৪ নং ওয়ার্ডে নুর উদ্দিন মিয়া (ঠেলাগাড়ি), ৫ নং ওয়ার্ডে গোলাম মোহাম্মদ সাদরিল (ব্যাডমিন্টন র‌্যাকেট), ৬ নং ওয়ার্ডে মতিউর রহমান মতি (ঠেলাগাড়ি), ৭ নং ওয়ার্ডে মিজানুর রহমান খান (রেডিও), ৮ নাম্বার ওয়ার্ডে রুহুল আমিন মোল্লা (করাত) , ৯ নাম্বার ওয়ার্ডে ইস্রাফিল প্রধান (করাত), ১০ নং ওয়ার্ডে ইফতেখার আলম খোকন (ব্যাডমিন্টন র‌্যাকেট), ১১ নং ওয়ার্ডে অহিদুল ইসলাম (ঝুড়ি), ১২ নং ওয়ার্ডে শওকত হাসেম (লাটিম), ১৩ নং ওয়ার্ডে মাকছুদুল আলম খন্দকার (ঠেলাগাড়ি), ১৪ নং ওয়ার্ডে মনিরুজ্জামান মনির (ঘুড়ি), ১৫ নং ওয়ার্ডে অসিত বরণ (ঝুড়ি), ১৬ নং ওয়ার্ডে মো: রিয়াদ হাসান (ঘুড়ি), ১৭ নং ওয়ার্ডে আব্দুল করিম বাবু (ঘুড়ি), ১৮ নং ওয়ার্ডে কামরুল হাসান মুন্না (ঘুড়ি), ১৯ নং ওয়ার্ডে মোখলেছুর রহমান চৌধুরী (লাটিম), ২০ নং ওয়ার্ডে শাহেন শাহ আহমেদ (করাত), ২১ নং ওয়ার্ডে মো: শাহিন মিয়া (ঘুড়ি), ২২ নং ওয়ার্ডে সুলতান আহমেদ ভুইয়া (টিফিন ক্যারিয়ার), ২৩ নাম্বার ওয়ার্ডে আবুল কাওসার আশা (ঠেলাগাড়ি), ২৪ নং ওয়ার্ডে আফজাল হোসেন (ঘুড়ি), ২৫ নং ওয়ার্ডে এনায়েত হোসেন (ঠেলাগাড়ি) ২৬ নং ওয়ার্ডে সামছুজ্জোহা (ঘুড়ি) ও ২৭ নং ওয়ার্ডে মো: সিরাজুল ইসলাম (লাটিম)।

গতকাল রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নাসিকের সংরক্ষিত ৯টি ওয়ার্ডে বিজয়ী যারা,

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন ৯ জন। রবিবার (১৬ জানুয়ারী) রাতে ভোট প্রহণের পর রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার তাদের নাম ঘোষণা করেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন, ১, ২ ও ৩ ওয়ার্ডে বিজয় মাকসুদা মোজাফফর (গ্লাস), ৪,৫ ও ৬নং ওয়ার্ডে মনোয়ারা বেগম (মোবাইল ফোন), ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আয়শা আক্তার দিনা (চশমা), ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে মিনোয়ারা বেগম (মোবাইল ফোন), ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে শারমিন আক্তার বিন্নি (বই), ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে আফসানা আফরোজ বিভা (আনারস), ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডে শিউলী নওশাদ (বই), ২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডে শাওন অঙ্কন (বই), ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডে সানিয়া আক্তার (আনারস)। সংরক্ষিত ৯টি মহিলা ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৩৪ জন প্রার্থী।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.