শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন

নিজের খেয়ে বনের মোষ তাড়ানো’ লোকের অভাব এমপি আবু জাহির

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, এ সময়ে ‘নিজের খেয়ে বনের মোষ তাড়ানো’ লোকের সংখ্যা কম। তাই যারা সমাজ ও সমাজের মানুষের জন্য নিবেদিত তাঁদের মূল্যায়ন করা প্রয়োজন।তিনি গতকাল শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।এ সময় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের সম্পদ লুট, সন্ত্রাস ও জঙ্গীবাদের উত্তান ঘটানোর তীব্র সমালোচনা করেন সংসদ সদস্য।

এমপি আবু জাহির বলেন, স্বাধীনতার ৫২ বছরে অনেক সরকার এসেছে; কিন্তু আওয়ামী লীগের মত দেশকে এগিয়ে নিতে পারেনি। এই ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী হাত তুলে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বুলবুল খানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া।সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সহশ্রাধিক লোকজন উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন এমপি আবু জাহির।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.