শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে সাংসদের মতবিনিময়

বানিয়াচং প্রতিনিধি,হবিগঞ্জের বানিয়াচংয়ে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে তুলে ধরেছেন আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের উন্নয়নের চিত্র। এসময় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

শনিবার (৪ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সাংসদ আব্দুল মজিদ খান বলেন, আমি এ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর এ অঞ্চলে ‘বর্ষায় নাও, হেমন্তে পাও’ অবস্থা পেয়েছিলাম। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বে দেশের চিত্র পাল্টে গেছে। এরই ধারাবাহিকতায় শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণসহ কৃষিক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন করেছি। ৫০২টি গৃহহীন পরিবারকে জায়গা ও ঘর প্রদান করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অত্যাধুনিক ভবন নির্মাণসহ দুই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করেছি। ৮ কোটি টাকা ব্যয়ে ঐতিহাসিক গড়ের খাল পুনঃখনন কাজ চলমান আছে। অত্যন্ত ব্যয়বহুল শুটকি ও রত্মা ব্রিজ নির্মাণও প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, নারী ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, থানার ওসি অজয় চন্দ্র দেব, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, মো. মিজানুর রহমান, আরফান উদ্দিন, মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.